৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে মালদা জেলার ফারহীন আক্তার।

0
165

নিজস্ব সংবাদদাতা, মালদা: – ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছে মালদা জেলা। মালদা জেলায় রাজ্যে এক থেকে দশের মধ্যে মোট ২১ জন রয়েছে। এর মধ্যে ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে ফারহীন আক্তার। ফারহীন বাংলাদেশ লাগুয়া মহদিপুর সীমান্তের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। ফারহীন সুজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।সে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও অবসরে গল্পের বই পড়তে ভালবাসে। ফারহীনের বাবা বাসিরুদ্দিন মোমিন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। টেলিভিশন মারফত ফারহীন নিজের ফলাফল জানতে পারে। ফারহীনের নজর কাড়া ফলাফল আত্মীয়-স্বজনকেও খুবই আপ্লুত করেছে। ফারহিনের মা সায়রা বিবির বক্তব্য তার পাঁচটি মেয়ে রয়েছে। অনেকে খোঁটা দিয়েছে। আজ সাইরা বিবি আপ্লুত।তিনি বিশ্বাসী মেয়ে, ছেলে থেকে কম নয় এবং মেয়ে ও স্বাবলম্বী হতে পারে।পরপর পাঁচটি মেয়ে সমাজে বা পাড়ায় বহুবার শুনতে হয়েছিল মেয়ে নিয়ে কি করবে? সেই মেয়ে আজ রাজ্যে জীবনের বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করে মায়ের মুখ তো উজ্জ্বল করেছে পাশাপাশি জেলার নাম উজ্জ্বল করলেন প্রত্যন্ত মহদীপুরসীমান্তবর্তী লাগুয়া গ্রামের মেয়ে ফারহিন আক্তার। ফারহীন আক্তার ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে চিকিৎসা পেতে পারে।