কালিয়াগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো চিকিৎসা পরিষেবা নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ অভিযোগ উঠলো। গতকাল রাতে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত দীননাথ মেডিকেল স্টোর্সে প্রাইভেটে যখন ডক্টর তাপস কুমার ঘোষ চিকিৎসা করছিলেন সেই সময় এক রোগীর সঙ্গে অভদ্র আচরণ করার অভিযোগ উঠল ডাক্তারের বিরুদ্ধে। আর এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জ শহরে। এই ঘটনায় এতটাই উত্তেজনারা দেখা দিয়েছিল যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসতে বাধ্য হয়। জানা যায় কালিয়াগঞ্জ এর শিমুলতলার এক বাসিন্দা গোবিন্দ কূণ্ডূ তার স্ত্রী বীথিকা কূণ্ডূ কে নিয়ে দিন কয়েক আগে এই চেম্বারে যখন ডাক্তার দেখাতে আসেন তখন ডাক্তার টিকে ঘোষ ওই রোগীকে কিছু পরীক্ষা করার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে সেই রোগী অত্যন্ত গরিব হওয়ায় তার পক্ষে সামর্থ্য হয়নি, ডাক্তারের বলা সেই ল্যাবে গিয়ে পরীক্ষা করার। কিন্তু সেই ল্যাবে গিয়ে রোগীর পক্ষে সম্ভব হয়নি পরীক্ষাগুলো করার কারণ সেখানে প্রচুর টাকা চেয়েছিল তারা। এর পর সেই রোগীকে নিয়ে তার স্বামী কালিয়াগঞ্জের একটি ল্যাব থেকে পরীক্ষাগুলো করিয়ে নেয় অনেক কম টাকায়। এখানেই বিভ্রান্তি ঘটে যায় রোগীর। এরপর যখন গতকাল রাতে সেই দিনোনাথ মেডিকেল স্টোরে রোগীর স্বামী তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যায় তখন কালিয়াগঞ্জ থেকে যেগুলো পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্ট ছুড়ে ফেলে দেয় ডাক্তার এবং রোগীর সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করতে থাকে আর বলেন এই রিপোর্ট তিনি আর দেখবেন না। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এবং দীননাথ মেডিকেল স্টোরস এর সঙ্গে রোগী এবং রোগীর সঙ্গে আশা তারা আত্মীয় পরিজন এবং স্থানীয় মানুষদের প্রচণ্ড বাগ বিতোন্ডা শুরু হয়। পরবর্তীতে ঘটনায় নিয়ন্ত্রণে আনতে কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশকে আসতে হয়। এবং যেটা জানা যায় ডাক্তার এবং সেই দোকানদারের বিরুদ্ধে অভিযোগকারী থানায় একটি লিখিতভাবে অভিযোগ ও দায়ের করেন। এদিকে রোগীর স্বামীর অভিযোগ এর পরিপ্রেক্ষিতে ডক্টর টিকে ঘোষ জানান এইসব ঘটনা কোন ঘটেইনি, এগুলো সবই সাজানো ঘটনা।