নিজস্ব সংবাদদাতা, মালদা:—- একজন সামান্য টোটো চালকের মেয়ের মাধ্যমিকে সবাইকে চমকে দেবার মতন রেজাল্ট মালদা জেলার রতুয়া ১ নং ব্লকের কাহাল অঞ্চলের একজন টোটো চালকের মেয়ে উত্তর মালদা সহ নিজের ব্লকেও মাধ্যমিকে নজর কারা ফল করে তাক লাগিয়ে দিয়েছে রতুয়া ১ নং ব্লকের কাহালা অঞ্চলের লক্ষ্মীপুর প্রত্যন্ত গ্রামের সেই কৃতি ছাত্রীর নাম তাপসি মন্ডল, বাবার কৃষ্ণা মন্ডল (kirihsna mandal) ,ছাত্রী তাপসীর প্রাপ্ত নম্বর 671 জানা গেছে তাপসী মন্ডল ,রতুয়া ১ নং ব্লকের কাহালার অঞ্চলের নরত্তমপুর কাহালা বি বি হাই স্কুলের ছাত্রী। ,স্থানীয় সূত্রে জানা গেছে তাপসী মন্ডলের বাবা টোটো চালিয়ে যা রোজগার হয় তাতে পরিবারের পেট চলে ,নুন আনতে পান্তা ফুরায় অবস্থা অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন ,সে মতো মেয়েটাও রতুয়া ১ নং ব্লক সহ গোটা উত্তর মালদায় খুব ভালো ফোল করেছে আর তাতেই খুশি গোটা এলাকা সহ পরিবারের লোকজন ,ছাত্রী তাপসী মন্ডলের ইচ্ছা আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ডক্টর হওয়ার ,কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ঠিক না থাকায় ভালো ফোল করেও আগামীর পড়াশোনা নিয়ে চিন্তিত সেই কৃতি ছাত্রী এখন কীভাবে মেয়ের স্বপ্ন পূরণ হবে, সেটা নিয়েই চিন্তায় পরিবার।