নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শনিবার রাতে রানাঘাট নজরুল মঞ্চে নৃত্যায়ন এর 20তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়, কাউন্সিলর শেখরমুহুরী, পৌর একজিকিউটিভ ইঞ্জিনিয়ার বিপুল চক্রবর্তী সহ বিশিষ্ট জন। এই অনুষ্ঠানে নৃত্য শিরোমনি বন্দনা সেন প্রখ্যাত নৃত্য শিল্পী সূচন্দ্রা ব্যানার্জী কে সন্মান প্রদান করা হয় । অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি শ্র্দ্ধাঞ্জলি তে সঙ্গীতে মহুয়া ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে নৃত্যায়নের নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। ভগবত গীতা ও রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নিয়ে একক নৃত্য বিলাস পরিবেশন করেন সুচন্দ্রা ব্যানার্জী।আবৃত্তি পরিবেশন করেন পাপিয়া ব্যানার্জী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুব্রত গাঙ্গুলি।
Home রাজ্য দক্ষিণ বাংলা শনিবার রাতে রানাঘাট নজরুল মঞ্চে নৃত্যায়ন এর 20তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।