করুণাময়ী মন্দিরের চুরি, সোনার গহনা নিয়ে চম্পট দুষ্কৃতীরা।

0
273

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ড ১১৪ বছরের পুরানো শ্রী শ্রী মা করুণাময়ী মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মন্দিরের গেটের তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে সমস্ত সোনার অলংকার ও অন্যান্য জিনিসপত্র। ঘটনা খবর পেয়ে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মন্দিরে পূজার পর মন্দির বন্ধ করে চলে যায় মন্দির কমিটির সদস্যরা। আজ যখন মন্দির খোলার জন্য আসেন সেই সময় দেখে মন্দিরের গেটের তালা ভাঙ্গা রয়েছে। মন্দিরের ভিতরের জিনিসপত্র সহ মায়ের যে সমস্ত অলংকার গুলো ছিল সেগুলো চুরি হয়ে গিয়েছে । এরপরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের মধ্যে এত পুরানো একটি মন্দিরে এই ধরনের চুরির ঘটনার রীতিমত নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই মন্দিরে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করার সাথে সাথে চুরি যাওয়া গয়না গুলো যাতে উদ্ধার করা হয় সে কথা জানান তারা।