কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সহ বিভিন্ন জায়গা জুড়ে।

0
142

নিজস্ব সংবাদদাতা, মালদা: কালবৈশাখী ঝড়ের তান্ডব জেলায়। ব্যাপক ক্ষয়ক্ষতি মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সহ বিভিন্ন জায়গা জুড়ে।
রবিবার রাত্রে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড মালদার হবিবপুর ব্লকের আইহো ঋষিপর,তিলাসহ সহ বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আইহো অঞ্চলের বক্সীনগর, বারুইপাড়া সহ আইহো বাস স্যান্ডে আইহো সিঙ্গাবাদ রুটে গাড়ি বন্ধ রাস্তায় গাছ পরে।অন্য দিকে একাধিক এলাকায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। জানা গেছে রবিবার রাত্রে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এই সমস্ত এলাকায় প্রায় ২৫ থেকে ত্রিশটি টিনের বাড়ি চালা উড়ে গেছে। ভেঙে পড়েছে একাধিক বড় বড় গাছ উপরে পরেছে। রাস্তার উপর উল্টে গেছে বিদ্যুতিক পোল। বর্তমানে হবিবপুর বিভিন্ন জায়গা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সোমবার সকাল হতেই হবিবপুর ব্লক জুড়ে ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। যদিও এখনো পর্যন্ত সরকারি কোন সাহায্যের ব্যবস্থা করা হয়নি বলে জানা গিয়েছে।