রবিবার রাতে আচমকা ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরাতন মালদার বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি।

0
171

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে আচমকা ব্যাপক ঝড়-বৃষ্টি চলে মাত্র ১৫ মিনিট। কিছুক্ষন এর জন্য চলতে থাকে ঝড়ের তাণ্ডব। সজোড়ে ঝড়ের দাপটে মানুষজনেরা বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। হঠাৎ করেই এক আতঙ্কের বাতাবরণ। হ্যাঁ এমনই দৃশ্য গতকাল রাত্রে। যদিও কিছুদিন থেকেই ব্যাপক গরমে হাঁসফাঁস করছিল জেলা বাসি। রবিবার সকাল থেকেই ছিল কমবেশি মেঘলা আকাশ। রাত্রি ৮ টা নাগাদ আচমকা ঝড় বৃষ্টির প্রভাবে আতঙ্কের সৃষ্টি হয়। পুরাতন মালদার বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আনন্দনগরে মামার বাড়িতে ঘুরতে এসে মৃত্যু হয় এক নাবালিকার।
মৃত ওই নাবালিকার নাম রাজশ্রী মন্ডল বয়স ৮ বাড়ি কালিয়াচকের তিনঘরিয়া এলাকায়। অন্যদিকে আরও এক ব্যক্তি জমিতে ফসল তুলতে গেলে গাছের ডাল ভেঙে পরে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম বংশী বদন মন্ডল বয়স ৪৫। এছাড়াও অজয়নগর এলাকায় বিয়ে বাড়ি অনুষ্ঠানের পুরনো একটি বটগাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির ফলে যেমন তেমন করেই বিয়ের সারেন পরিবারবর্গরা। যদিও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ই প্রশাসনিক তৎপরতা দেখা যায়। ঘটনায় বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।