কোচবিহাররে রাজকন্যা গায়ত্রী দেবীর ১০৪ তম জন্ম জয়ন্তী পালন করা হল রাজবাড়ীর সিংহদুয়ারে।

0
314

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ আমলের ঐতিহ্য সম্বলিত কোচবিহার জেলা। এই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের প্রচুর নিদর্শন। মূলত সেই কারণেই কোচবিহার শহরকে সরকারি ভাবে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে রাজ আমল এখন ইতিহাস, কিন্তু তবুও কোচবিহারের সাধারণ নাগরিকেরা রাজাদের এখনও পর্যন্ত ভুলে যেতে পারে নি। তার প্রমাণ স্বরূপ আজ ২৩শে মে কোচবিহাররের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৪ তম জন্ম জয়ন্তী পালন করা হল রাজবাড়ীর সিংহদুয়ারের সামনে।

প্রতি বছর এই দিনে রাজবাড়ীর কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর জয়ন্তী পালন করে থাকে কোচবিহারের একটি সংস্থা ‘আস্থা ফাউন্ডেশন’। আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমে গায়ত্রী দেবী ফটোর সামনে মোমবাতি জ্বালিয়ে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কোচবিহারকে একটি হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই এই হেরিটেজ শহরের সবুজ বাতাবরণ বজায় রাখার উদ্দেশ্যে গায়ত্রী দেবীর জন্মদিন উপলক্ষে পথচলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এবং মিষ্টি বিতরণ করা হয়। ওই সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়, যাতে তারা কোচবিহারের সবুজ বাতাবরণ বজায় রাখার লক্ষ্যে নিজেদের ভূমিকা গ্রহণ করেন বলে জানান ‘আস্থা ফাউন্ডেশন’ এর পক্ষে শংকর রায়।