প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মানুষের পাশে নাজমুন বেগম।

0
289

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ হঠাৎই কালবৈশাখী ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় বর্ধমান শহর। ঝড়ের দাপট এতটাই ছিল ক্ষতিগ্রস্ত হয় বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ড। সেই রকমই বর্ধমান শহরে ২৬ নম্বর ওয়ার্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্মুখীন হয়। ২৬নং ওয়ার্ডের পৌর মাতা নাজমুন আরা বেগম। তিনি মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। মানুষের পাশে থেকে কাজ করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। তাই এই প্রবল প্রাকৃতিক দুর্যোগকে এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কে উপেক্ষা করেই ওয়ার্ড এর বিভিন্ন এলাকা তিনি পরিদর্শনে বেরিয়ে পড়েন। ২৬ নম্বর ওয়ার্ডের গোদা খন্দকার পাড়া, মন্ডলপারা, বাঁধপাড়া, সাহানা পাড়, দাসপাড়া, ক্রিস্টান পাড়া, আদিবাসী পাড়া এবং লাকুর ডি এলাকা পরিদর্শন করেন পৌর মাতা। কথা বলেন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে এবং আশ্বাস দেন সব সময় তাদের পাশে থাকার। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী এবং ত্রিপল। তাদেরকে আশ্বাস দেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি পরিষেবা পৌঁছে দেবেন তিনি। সত্যি এই রকম এক জনপ্রতিনিধিকে পেয়ে আপ্লুত ওয়ার্ডবাসী। পাশাপাশি এলাকার সমস্ত মানুষের আশীর্বাদ কুড়িয়ে নেন পৌর মাতা নাজমুন আরা বেগম।