পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- অনেক দূরে
উদাস সুরে
কোন্ সে বাঁশি বাজে রে
কোন্ সে বাঁশি বাজে।
শুনতে পেনু
মোহন বেণু
শালের বনের মাঝে রে,
শালের বনের মাঝে।
বাঁশের বাঁশিতে সুর ওঠে আনন্দের, আবার কখনো ওঠে বিষাদের।
বাঁশি শিল্পী যখন কলাই ওয়ালা তখন ভাবতেই যেন সত্যি অবাক হওয়ার বিষয়।
‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ বিখ্যাত এই গানের সুর বাঁশিতে বাজিয়ে পূর্ব বর্ধমানের এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে পৌঁছে বিভিন্ন রকমের কলাই বিক্রি করছে, সাহাবুদ্দিন কলাই ওয়ালা। জানা গেছে সাহাবুদ্দিন এর বসত বাড়ি নদীয়া জেলায়। সাহাবুদ্দিন একজন যাত্রা জগতের বাদ্যকার সাথে কখনো কেমন বাঁশি ও বাজাতো। বর্তমান দিনে যাত্রার খুব একটা চল নেই তাই পরিবার পরিজন সহ নিজের পেট চালাতে বেছে নেই অভিনব পন্থা। বাঁশির বিভিন্ন সুরে আপ্লুত হয়ে অনেকে উৎসুক ক্রেতা কিনছেন বিভিন্ন রকমের কলাই ও পোস্ত। বর্তমানে বাঁশের বাঁশি সাহাবুদ্দিনের ধ্যান জ্ঞান।