এবার রাজ্যের মধ্যে যুগ্ম হয়ে তৃতীয় স্থান দখল করলেন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক।

0
140

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার রাজ্যের মধ্যে যুগ্ম হয়ে তৃতীয় স্থান দখল করলেন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক l জানা গেছে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ছাত্রী আগামীর স্বপ্ন ইংরেজি মাধ্যম নিয়ে উচ্চশিক্ষিত হওয়ার। রাজ্যের মধ্যে ৪৯৪ পেয়ে তৃতীয় স্থান দখল করে শ্রেয়া । বালুরঘাট উত্তমাশা এলাকায় বাড়ি বাবা বালুরঘাট জজ কোর্টের সাধারন একজন মুহরি হিসেবে কাজ করেন। শ্রেয়ার মা জানান আগামীতে তার মেয়ে বালুরঘাট কলেজ থেকেই তার ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচল না হওয়ার কারণেই বাড়ির পরিজনদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে।