খোদ রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল কে জানিয়ে দিলেন পুলিসের ওপর আস্থা নেই, জোড়া আত্নহত্যার ঘটনায় সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের শাস্তির দাবিতে অনড় পরিবার।

0
285

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার জলপাইগুড়িতে আসেন গত পয়লা এপ্রিল জলপাইগুড়ি শহরে ঘটে যাওয়া জোড়া আত্নহত্যার ঘটনায় কলকাতা হাই কোর্ট দারা নিযুক্ত বিশেষ তদন্তকারি পুলিশ আধিকারিক রাজ্যের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ওফ পুলিস কে জয়রমোন।
জেলা পুলিশের গেস্ট হাউসে উঠে এদিন তিনি মিলিত হন জোড়া আত্নহত্যার ঘটনায় মৃত অপর্না ভট্টাচার্য এবং স্বামী সুবোধ ভট্টাচার্য এর দিদি এই ঘটনার মূল অভিযোগকারী শিখা চ্যাটার্জি সহ মৃত দুই সমাজ কর্মির মেয়ে তানিয়া ভট্টাচার্য এর সঙ্গে।
বিশেষ তদন্তকারী রাজ্য পুলিশের উচ্চ্ পদস্থ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার পর শিখা চ্যাটার্জি বলেন।
রাজ্য পুলিসের প্রতি কোনো আস্থা নেই, আমরা এই ঘটনার মূল অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য দের শাস্তি দাবি করছি।