গত কয়েকদিন ধরে শান্তিপুর গোবিন্দপুর এলাকায় তান্ডব চালাচ্ছে হনুমান, অবশেষে ধরা পরল বনদপ্তরের হাতে।

0
182

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন ধরে শান্তিপুর গোবিন্দপুর এলাকায় তান্ডব চালাচ্ছে হনুমান । অবশেষে ধরা পরল বনদপ্তরের হাতে। জানা যায় বেশ কয়েকদিন ধরে হনুমানের তাণ্ডবে জখম হয়েছিল এলাকারই বেশ কয়েকজন বাসিন্দা । বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর বিবেকানন্দ নগরে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল একটি হনুমান। এই হনুমানের আক্রমণে কত দুদিনে জখম হয়েছিল ছয় জন মানুষ। এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে এদিন বন কর্মীরা এসে হনুমানটি ধরার জন্য খাচা পেতে রাখেন। তাতেও ধরা পড়েনি হনুমানটি । এরপরই ফের এলাকায় আসেন বনকর্মীরা। টানা কয়েক ঘন্টা হনুমানের সঙ্গে লুকোচুরি চলছিল বনকর্মীদের। অবশেষে ঘুম পাড়ানি ডার্ট ছোরা হয় হনুমান কে লক্ষ্য করে। এরপরই হনুমানকে কাবু করে কৃষ্ণনগর নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্র জানা যায় হনুমানটি বর্তমানে সুস্থ রয়েছে।