নিজস্ব সংবাদদাতা, মালদা ২৪ মে: গভীর রাতে বাড়ির গ্যারেজে রাখা লক্ষাধিক টাকার গাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। বাড়ির সিসিটিভি ক্যামেরাতে গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হাতি ছাপা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে হাতি ছাপা গ্রামের বাসিন্দা নাজির হোসেন ২ বছর আগে একটি ১৪ লাখ টাকা দিয়ে চার চাকা গাড়ি কেনেন। গাড়িটি তার বাড়ির সামনে উঠোনের গ্যারেজে রাখা থাকতো। বুধবার ভোরে উঠে বাড়ির লোকেরা দেখতে পান গ্যারেজের দরজা খোলা এবং গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেন রাত পোনে বারোটার সময় এক দুষ্কৃতী মুখে কাপড় ঢাকা দিয়ে গ্যারেজের দরজা খুলে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে সিসিটিভি ফুটেজে থাকা দুষ্কৃতির ছবি মুখ ঢাকা থাকায় এখনো চেনা যায়নি। এদিকে গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে ভালুকা ফারিতে।ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ভালুকা ফারির পুলিশ আধিকারিকরা।