গ্রাম পুজোর আয়োজন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হেমাগুরি স্কুল পাড়া এলাকায়।

0
464

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গ্রাম পুজোর আয়োজন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হেমাগুরি স্কুল পাড়া এলাকায়। স্থানিয় গ্রামের মানুষদের উদ্যোগে দীর্ঘ দিন থেকে এই পুজো হয়ে আসছে হামাগুড়ি গ্রামে। অনেকে আবার এই পুজোকে গ্রামপুজা বা সমাজ পুজা বলে থাকেন। বছরে একবার বেস জাকজমক করে অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজো। সমাজ পুজোয় বিভিন্ন দেব দেবীর পুজো করা হয়। যেমন অকাশ কামিনি, মহেশ্বর, লক্ষি, সং রাজা, মহাকাল, গুটি ঠাকুরানি, ইত্যাদি আরো অনেক দেবদেবীর পুজো করা হয় বলে জানা গিয়েছে। দিক অনুযায়ী সমস্ত দেব দেবীদের অসন দেওয়া হয়ে থাকে এই পুজোয়। জানা গিয়েছে, কলা গাছের ভেলার বানিয়ে পুজো করার পর ভেলাটিকে জলে ভাসিয়ে দেবার প্রথা রয়েছে সমাজ বা গ্রাম পুজোয়।