জলপাইগুড়ি শহরের সুনীতি বালা গার্লস হাই স্কুলের ছাত্রী সুচেতনা রাজ্যে দশম।

0
304

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের সুনীতি বালা গার্লস হাই স্কুলের ছাত্রী সুচেতনা,
বুধবার উচ্চ্ মাধ্যমিক ফল প্রকাশ হতেই রায়কত পাড়ার বাড়িতে দেখা গেলো খুশির জোয়ার।
সুচেতনার মোট নম্বর ৪৮৭ । এমন ফল হবে আসা করেনি বলে নিজেই জানায় রাজ্যে যে ৮৭ জন দশম স্থান অর্জন করেছে তাদের মধ্যে এক জন। তবে পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় জন গৃহ শিক্ষিককের কাছে অনুশীলন করেছে বলে জানায় শহরের গর্ব সুচেতনা।