জামাইষষ্ঠীর প্রাক মুহুর্তে মালদার বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে বাঁশ বেতের তৈরি হাতপাখা।

0
287

নিজস্ব সংবাদদাতা, মালদা:- জামাইষষ্ঠীর প্রাক মুহুর্তে মালদার বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে বাঁশ বেতের তৈরি হাতপাখা। প্রচলিত আছে ষষ্ঠী পুজোর দিন এই হাতপাখা ঠাকুরের সামনে নিবেদন করা হয়ে থাকে। পরবর্তীতে সেই হাতপাখা বাড়িতে নিয়ে এসে সকল সদস্যদের বাতাস করেই মঙ্গল কামনা করেন বাড়ির গৃহিণীরা। দীর্ঘদিন ধরে এই পরম্পরায় চলে আসছে ষষ্ঠী পুজোয় । যার ফলে এখন জামাইষষ্ঠীর প্রাক্কালে এই হাতপাখার ব্যাপক বিক্রি চলছে বিভিন্ন বাজারগুলিতে। কোথাও ২০ টাকা , আবার কোথাও ৩০ টাকা দরে প্রতি পিস বিক্রি হচ্ছে বাঁশবেতে তৈরি হাত পাখাগুলি ।
জামাইষষ্ঠীর দিন এই হাত পাখা পুজো দেওয়ার প্রচলন রয়েছে। ষষ্ঠী পুজোতে এই হাতপাখা সঙ্গে যাবতীয় পুজোর সামগ্রী একসঙ্গে দেবী মাতার থানে পুজো দেওয়া হয়।বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন হাতপাখা কিনতে। বাঁশ বেতের তৈরি এই হাতপাখা আগে থেকেই বিভিন্ন গ্রামের কারিগরদের আমরা বরাত দিয়ে থাকি। সময়ের মধ্যে সেই হাতপাখা বাজারে নিয়ে এনে এখন বিক্রি করা হচ্ছে। এবছর বাঁশবেতে তৈরি হাত পাখা বিক্রি করে ভালোই লাভ করার কথা জানিয়েছেন বিভিন্ন এলাকার বিক্রেতারা।