বালুরঘাটে আত্রেয়ী নদী মাঝখানে নির্মীয়মান চেক ড্যাম তৈরিকে অবৈজ্ঞানিক বলে দাবি করলেন সুকান্ত মজুমদার।

0
114

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  বালুরঘাটে আত্রেয়ী নদী মাঝখানে নির্মীয়মান চেক ড্যাম তৈরিকে অবৈজ্ঞানিক বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। ড্যাম তৈরি নিয়ে নানা বিতর্ক উঠে আসার মধ্যেই বুধবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন সুকান্ত। পুরো বিষয় দেখেশুনে তিনি স্থানীয় বাসিন্দাদের বসবাস নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেন।
জানা গিয়েছে, এলাকার চাষবাস, পানীয় জল এবং মৎস চাষিদের রুজিরোজগারের কথা মাথায় রেখে বালুরঘাট শহরের উত্তরচকভবানী এলাকায় চেক ড্যাম তৈরি করছে রাজ্য সরকার। এই ড্যাম থেকেই নিয়ন্ত্রণ করা যাবে আত্রেয়ী নদীর জল। এমূহূর্তে কাজটি শেষ পর্যায়ে। তবে এই ড্যাম তৈরি নিয়েই বিতর্ক দেখা দিয়েছে প্রথম থেকেই। নদীর স্বাভাবিক গতিপথকে আটকানো হচ্ছে বলে দাবি করতে দেখা গিয়েছে স্থানীয় নদী প্রেমিদের। এই ড্যামের দরুন বালুরঘাট শহরে জলস্তর একেবারের নেমে যাবে বলে মত প্রকাশ করছে নিন্দুকেরা। এরমধ্যে এদিন চেক ড্যাম পরিদর্শনে গিয়েছিলেন সুকান্ত। সেখানে তিনি রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।