নিজস্ব সংবাদদাতা, মালদা,২৪ মে : বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে প্রশাসনিক কর্তা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও কাউন্সিলরদের নিয়ে জরুরী বৈঠক করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় জরুরী বৈঠকের আয়োজন করা হয় ইংরেজবাজার পৌরসভার সভা কক্ষে।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, দমকল আধিকারিক স্বপন দাস, কাউন্সিলর শুভময় বসু, কাকলী চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, কাউন্সিলর ও বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তারা। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। জেলাশাসকের নির্দেশে ডাকা হয় জরুরী বৈঠক। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বিভিন্ন বাজারে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
এই বিষয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তা, কাউন্সিলর ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। রিজার্ভার, ইলেকট্রিক লাইন, ফুটপাত উচ্ছেদ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিভাবে দাহ্য পদার্থ ব্যবহার করবে ব্যবসায়ীরা! কোথায় রাখা হবে তা সমস্ত বিষয় নিয়ে জেলা শাসকের নির্দেশে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়।
মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, দাহ্য পদার্থের গোডাউন ফাঁকা জায়গায় করার বিষয়ে আলোচনা করা হয়েছে। আগামী দিনে যাতে এইরকম ঘটনা না ঘটে তা নিয়ে প্রশাসনিক কর্তা, ইংরেজবাজার পৌরসভা ও বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তাদের পক্ষ থেকেও বেশ কিছু দাবি দাওয়া রাখা হয় পুরপ্রধানের কাছে।
দমকল আধিকারিক স্বপন দাস বলেন, বিভিন্ন বাজারের ফায়ার সিস্টেম সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হবে। আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে।
Home রাজ্য উত্তর বাংলা বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে জরুরী বৈঠকের আয়োজন করা হয় ইংরেজবাজার পৌরসভার...