নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বিহারে দেশি-বিদেশি মদ পাচার করতে গিয়ে হরিশ্চন্দ্রপুরের পুলিশের হাতে ধরা পরল এক পাচারকারী। তো ওই পাচারকারীর নাম স্বপন দাস বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে দেশী-বিদেশি মিলে মোট কুড়ি বোতল মদ উদ্ধার করেছে হরিশচন্দ্রপুর পুলিশ। আজ তাকে চাচোল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।।
হরিশ্চন্দ্রপুর পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বাংলা বিহার সীমান্তবর্তী কুশিদা এলাকায় নাকা চেকিং করার সময় স্বপন দাস নামে ওই ব্যক্তিকে আটক করে চেকিংয়ে থাকা পুলিশ কর্মীরা। তার কাছে ব্যাগে থাকা কুড়ি বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার হয়। জেলা করে জানা গেছে সেই মদ তিনি বাংলা থেকে বিহারে পাচার করছিলেন। বিহারে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে এর আগেও বিভিন্ন সময় মদ পাচার করতে গিয়ে ধরা পড়েছে একাধিক ব্যক্তি।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে মোট কুড়ি বোতল মদ পাওয়া গিয়েছে। বিহারে মদ পাচার করছিলেন বলেই প্রাথমিক অনুমান। আজ তাকে চাচল মহকুমা কোর্টে তোলা হবে।
Home রাজ্য উত্তর বাংলা বিহারে দেশি-বিদেশি মদ পাচার করতে গিয়ে হরিশ্চন্দ্রপুরের পুলিশের হাতে ধরা পরল এক...