দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আই কার্ড বিলি নিয়ে দলবাজি করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে শোরগোল। আক্রান্তকে বাঁচাতে গিয়ে রক্ত ঝড়ল এআইডিএসও’র কলেজ কমিটির সম্পাদক সুমন সোরেনের। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বালুরঘাট কলেজে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আক্রান্ত ছাত্রনেতা। বালুরঘাট কলেজ সূত্রের খবর, গত দুদিন ধরে প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আই কার্ড বিলি শুরু হয়েছে বালুরঘাট কলেজে। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের তরফে তৃণমূল সংগঠন করা ছাত্র-ছাত্রীদের আগে আই কার্ড বিলি করছে। যার প্রতিবাদ করায় এক সাধারন ছাত্রকে মারধর করা হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও এমন মারধরের ঘটনার প্রতিবাদ করে এ আইডিএসও’র কলেজ কমিটির সম্পাদক। সেই সময় তাকেও মারধর করে রক্তপাত করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এমন অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। গঠনের তরফে শুক্লা ভুইমালি বলেন তারা শুধুমাত্র লাইন ঠিক করছিল। কলেজে কোন গন্ডগোলের ঘটনা ঘটেনি।
1)শুকলা ভুইমালি
২)সুমন সরেন
৩)পংকজ কুন্ডু প্রিন্সপাল