কৃষ্ণগঞ্জের ২২৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের পরিবারের সাথে দেখা করতে গেলেন সাংসদ জগন্নাথ সরকারভসহ স্থানীয় বিধায়ক এবং দলীয় নেতৃত্ব।

0
230

নদিয়া, নিজস্ব সংবাদদাতা: নদিয়ার কৃষ্ণগঞ্জের ২২৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ তার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে গেলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারসহ স্থানীয় বিধায়ক এবং দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত গত মঙ্গলবার ঝড়ের পরে বাগানে আম কুড়াতে যান বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদার। সেদিন সন্ধ্যায় তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, নকুল বাবুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর আজ বিজেপির বুথ সহ সভাপতির বাড়িতে গেলেন বিজেপির প্রতিনিধি দল। একই সাথে সিবিআই তদন্ত চাইছেন বলে দাবি। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির বুথ সহ-সভাপতি কে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল।