জামাই ষষ্ঠীর দিনেই ফুটপাতের দোকান উচ্ছেদ করলো কোচবিহার জেলা প্রশাসন।

0
160

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: জামাই ষষ্ঠীর দিনেই ফুটপাতের দোকান উচ্ছেদ করলো কোচবিহার জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসন ও কোচবিহার পৌরসভার উদ্যোগে এই অভিযান চালানো হয়। এদিন ওই অভিযান চালানো হয় কোচবিহার শহরের বেশ কয়েকটি জায়গায়। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ভবানীগঞ্জ বাজারের শিবকালী মোড় ও এন এন পার্কের সামনে যেসব ফুটপাত দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা। সেই সব দোকান গুলো জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। মূলত ওই এলাকায় ফলমূলের দোকান রয়েছে। সেই সব দোকান ভেঙে দেওয়া হয়।

জানা গেছে, গত দুদিন ধরে কোচবিহার শহর লাগোয়া ১২ নং ওয়ার্ড, শিববাড়ি মোড়, এন এন পার্ক এলাকায় যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। সেই মাইকিং করার পর আজ জামাই ষষ্ঠীর দিনে জেলা প্রশাসনের উদ্যোগে ওই সব এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে চালানো হয়। মূলত এই অভিযানের উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে যেসব ব্যবসায়ীরা ফুটপাত ও ড্রেন দখল করে ব্যবসা করছে। তাতে পথ চলতি মানুষের নানা অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। এমনকি ড্রেনের উপর দোকান থাকায় সেখানে ড্রেন গুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং ড্রেন থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সেখান থেকে মশা মাছির উপদ্রব বেড়ে চলেছে। তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে নানা ভাবে আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে। সেই গুলো হাত থেকে বাঁচাতে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান বলে জানান কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান।