পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পাঁচ পরিবারের।

0
153

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই ভাঙ্গন ধরছে শাসক শিবিরে। জোড়া ফুলকে ভরসা না করতে পেরে পদ্ম শিবিরের নাম লেখাতে হিড়িক পড়েছে ময়না বিধানসভা কেন্দ্রে। গত কয়েক বছর ধরে ময়না এলাকা রাজনৈতীক ভাবে উত্তপ্ত।মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে নিত্যনৈমিত্তিক হিংসা অব্যাহত। বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁঞার খুনের ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে ময়না। এক দিকে যেমন বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় ৩৪ জনের মধ্যে আট জনকে গ্রেফতার করা হয়েছে বাকিরা যদিও এখনো অধরা। তার মাঝেই ময়না বিধানসভার অন্তর্গত নৈছনপুর অঞ্চলের পাঁচপুকুরিয়া গ্রামের ২৫২ নং বুথের বিজেপির বুথ সভাতে ৫ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পাঁচটি পরিবারের হাতে এদিন দলীয় পতাকা তুলেদেন এলাকার বিজেপি নেতা চন্দন মন্ডল।