ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকা।

0
260

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ফাস্টফুডের কারখানায় আচমকাই প্রচণ্ড শব্দ হয়ে গ‍্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে বলে স্থানীয় বাসিন্দা‌দের অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকার মানুষ। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, যে বাড়িতে এই ফাস্টফুডের কারখানা তিনি এই বাড়িতে থাকেন না। ফাস্টফুডের কারখানাটি তিনি ভাড়া দিয়েছেন। কারখানার লোকজন কাজ সেরে রাতে ওই ঘরটিতে তালা বন্ধ করে চলে যায়। গতকাল রাতেও তারা তালা বন্ধ করে চলে গিয়েছিল। সকালে ওই বাড়িতে কেউ না থাকাকালীন অবস্থাতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ। পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে এলাকাবাসীরা রক্ষা পেলেও অগ্নিকাণ্ডে বাড়িটির একাংশ পুড়ে গেছে। প্রাথমিক‌ভাবে মনে করা হচ্ছে সিলিন্ডারে রাতভর গ্যাস লিক থাকার জন্য‌ই প্রচণ্ড শব্দে সকালে আগুন ধরে গিয়েছিল। কালো ধোঁয়ায় ভরে যায়
আশেপাশের এলাকা। তবে সঠিক সময়ে
দমকল চলে আসায় রক্ষা পেয়েছেন স্থানীয়
মানুষ।