শনিবার ২৭ শে মে হবিবপুর বিধানসভার অন্তর্গত কেন্দপুকুর বাদল মাঠে এক বিজেপির জন সভায় আয়োজন করেছে।

0
149

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারি পরিপ্রেক্ষিতে হবিবপুর ভারতীয় জনতা পার্টি তরফে আগামী শনিবার ২৭ শে মে হবিবপুর বিধানসভার অন্তর্গত কেন্দপুকুর বাদল মাঠে এক বিজেপির জন সভায় আয়োজন করেছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই সভায় হবিবপুর বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি কর্মীরা জমায়েত হবে এই সবাই। তারই প্রস্তুতি চলছে, জোর কদমে, চলছে, মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ভাবে প্রস্তুতি কাজ শুরু হয়েছে।জানা গিয়েছে আগামী ২৭ তারিখ মালদার হবিবপুর ও মানিকচক এ হতে চলেছে বিরোধী দলনেতার জনসভা। মানিকচকের সভার অনুমতি দেওয়া হলেও বাতিল করা হয়েছে হবিবপুরের জনসভার অনুমতি। আর এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিজেপি।
বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং বলেন,
সমস্ত নিয়ম মেনে অনুমতিপত্র জন্য আবেদন করা হয়েছিল প্রথমে অনুমতি দেওয়া হলো রাতারাতি অনুমতি বাতিল করা হয়েছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।
এ নিয়ে তৃণমূলের মালদা জেলার সহ-সভাপতি দুলাল সরকার বলেন, বিজেপি সঠিক ভাবে আবেদন করতে পারেনি আর সেই কারণেই বাতিল হয়েছে।