স্কুল-কলেজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন মালদা প্রশাসনিক ভবনের সভাকক্ষে।

0
210

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৫ মে : স্কুল-কলেজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন মালদা প্রশাসনিক ভবনের সভাকক্ষে।
করোনা কালে হয়নি বৈঠক।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার শাহ কুমার অমিত সহ বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ও প্রতিনিধিরা।
স্কুল-কলেজে শিক্ষার পরিবেশ উন্নত করা, বিভিন্ন বিদ্যালয়ে পরিকাঠামো সঠিক রাখা, বিদ্যালয়ে মিড ডে মিলের খাওয়ার মান উন্নত করা , স্কুল কলেজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার মান উন্নত করতে প্রশাসনের পক্ষ থেকে কি কি করা প্রয়োজন তা নিয়ে প্রশাসনিক ভবনে বৈঠকের আয়োজন করা হয়।
রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, স্কুল-কলেজে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে কলেজ ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়।