নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দোকানে বিক্রি হয় সবজি এবং মুরগির মাংস। সারাদিন বিক্রিবাট্টার পর সবে মাত্র গা ছেরে চিয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন দোকান দার। এমন সময় হুরমুরিয়ে দোকানের ভিতর ঢুকে পরে এক গুইসাপ বা গোসাপ । হুলুস্তুল শুরু হয় দোকানের ভিতর। একদিকে দোকানের মুরগির ঝাপাঝাপি অন্যদিকে ভয়ে কাঁতর দোকানদার। দোকান দার দোকান ছেড়ে দিয়ে ৩১ নং জাতিয় সড়কে অবস্থান করেন। হইহাল্লা শুনে মুহুর্তে জোরো হয় আসেপাসের দোকানদার এবং রাস্তার মানুষ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বারবিশা কমার্শিয়াল সেলস ট্যাক্স এলাকায়। হয়তো খাবারের সন্ধানেই গুই সাপটি মুরগির মাংসের দোকানে ঢুকে পরেছে বলে আশঙ্কা করছে অনেকে। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ রায়কে। গুই সাপটি উদ্ধার করে নিয়ে জান তিনি। দোকানের ভেতর থেকে গুই সাপ উদ্ধারের পর চিন্তা মুক্ত হন দোকান দার।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার হুরমুরিয়ে দোকানের ভিতর ঢুকে পরল এক গুইসাপ বা গোসাপ, হুলুস্তুলু কান্ড।