দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পাওয়ার হাউস মোড়ে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী। তাঁরা ছাড়াও এদিন নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, সনাতন পাল, সাগর কুন্ডু, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, কবি ও সাহিত্যিক সৈয়দ সাইফুদ্দিন সহ আরও অনেকে। উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনে-যাপনে অতঃপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন কবি। তাঁর গান, তাঁর কবিতা আজও মুগ্ধ করে রেখেছে পাঠক ও দর্শককে। তাঁর পরিচয় অনেক হলেও বাঙালি পাঠকের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’। আজ বৃহস্পতিবার কবির ১২৫ তম জন্মদিনটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করি। আগে আমরা সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে দিনটি উদযাপন করতাম। কিন্তু মাঝে করোনা অতিমারির জন্য বন্ধ রেখেছিলাম। আগামী বছর থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করব।