নামেই সুপার ফেসিলিটি হসপিটাল,শুধুই নীল সাদা রঙ সার, অভিযোগ চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে।

0
336

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : নামেই সুপার ফেসিলিটি হসপিটাল,শুধুই নীল সাদা রঙ সার, অভিযোগ চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে। কথায় কথায় রোগীকে শুধু অন্যত্র রেফার আর রেফার। এমনিতেই পিছিয়ে পড়া জেলা হিসেবেই সবাই জানে তার উপর চিকিৎসা পরিষেবা ও পিছিয়ে। এমত অবস্থ্যায় জেলার স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে জেলায় একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য নিজ উদ্যোগে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন পতিরামের বাসিন্দা ও সমাজসেবী বিশ্বজিৎ প্রামানিক।
উচ্চ আদালত গতবছর তার দায়ের করা আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারকে ৫৬ দিনের মধ্যে জেলায় যাতে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের ব্যাপারে যাবতীয় কাজকর্মের ব্যাপারে উদ্যোগী হয়। সে ব্যাপারে নির্দেশ জারি করে। কিন্তু হতভাগ্য আবেদনকারীর আবেদনের ভিত্তিতে ওই আদালতের নির্দেশই সার।কাজের কাজ এক চুল ও এগোনর ব্যাপারে রাজ্য সরকারের তরফে কোন উদ্যোগ নেওয়া হয় নি। বরং আবেদনকারী সমাজসেবী বিশ্বজিৎ প্রামানিক আদালতের নির্দেশ জানিয়ে রাজ্য সরকারকে যে চিঠি দিয়ে ছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তাকে চিঠি দিয়ে জানিয়েছে জেলায় সুপার ফেসিলিটিস হাসপাতালে যথেষ্ট মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে। তাই এই মুহুর্তে জেলায় নতুন করে কোন মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন করছে না রাজ্য সরকার। তা ছাড়া রাজ্যে বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে।পাশাপাশি অতি সম্প্রতি নতুন করে আরো বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ চলছে। তাই এই মুহুর্তে রাজ্য সরকার আর এই জেলায় এ ব্যাপারে উদ্যোগী হতে নারাজ।
এদিকে এতদিন পর রাজ্য সরকারের তরফে এই চিঠি পেয়ে হতাশ আবেদনকারী বিশ্বজিৎ বাবু। তাই তার আবেদন এ ব্যাপারে দলমত নির্বিশেষে জনমত গড়ে তুলে জেলায় অতিদ্রুত যাতে রাজ্য সরকার আদালতের নির্দেশপকে মান্যতা দিয়ে জেলায় উন্নত চিকিৎসা পরিষেবার জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ার ব্যাপারে উদ্যোগী হয় সে ব্যাপারে এগিয়ে আসার জন্য।
1)বিশ্বজিৎ প্রামানিক
2)জিষ্ণু নিয়গি নাট্ট্যকার