কোচবিহার,নিজস্ব সংবাদদাতা:- কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং কোচবিহার জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর এর পরিচালনায় কোচবিহার লেন্স ডাউন হলে পালিত হয় নজরুল জন্মজয়ন্তী।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান,কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রণব দে সহ অন্যান্য অতিথিবর্গ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা। এদিন সেখানে কবিতা আবৃত্তি ও গানের মধ্য দিয়ে সাড়ম্বরে জেলা প্রশাসনে উদ্যোগে এই দিনটি পালন করা হয়।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান বলেন, আপনারা জানেন যে আজ কোচবিহার জেলা জুড়ে পালিত হচ্ছে কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী। আমাদের রাজ্য সরকারে উদ্যোগে, কোচবিহার জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের পরিচালনায় কোচবিহার লেন্স ডাউন হলে পালিত হয় নজরুল জন্মজয়ন্তী। আমরা জেলার বিভিন্ন প্রান্তে কবিতা আবৃত্তি ও নজরুল গীতির অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করছি।
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি যেভাবে ইংরেজদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল। সেই বিদ্রোহী কবির আত্মজীবনী বর্তমান সময়ের ছেলেমেয়েরা শুনে তার মতো হয়ে উঠুক সেই কামনাই করি।