“জয়কৃষ্ণপুরে একাধিক ভুমি ধসে আতঙ্ক”।

0
180

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- তিন দিনে আট জায়গায় ভুমি ধস। আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। মাটির নিচে ভোঁস থেকে ধস নেমেছে। কোনটা আট ফুট, তো কোনটা বিশ ফুট। আবার কোনটার তল খুঁজে পাওয়া যায়নি। পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী থানা এলাকার মুকশিমপাড়া অঞ্চলের জয়কৃষ্ণপুর এলাকার চাঞ্চল্যকর ঘটনা। জানাগিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ স্থানীয় আব্দুল রফিক সেখের বারো কাঠা বাস্তু জমির দু জায়গায় ধস নামে। বিষয়টি গুটিকয়েক প্রতিবেশীর নজরে আসে। ভোঁসের নিচে তলিয়ে যাবার ভয়ে অনেকেই সতর্ক হয়ে যায়। গবাদি পশুদেরও ওই জমিতে যেতে দেওয়া হয়না। পরে রাতের দিকে ওই জমির আরো দু জায়গায় ভুমি ধস নামে।

অন্যদিকে জয়কৃষ্ণপুর গ্রামের-ই একটি ঢালাই রাস্তার পাশে সামসুর আলমের পরিত্যাক্ত কৃষিজমির দু জায়গায় ভুমি ধস নামে। সেটা নজরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরে দেখা যায়, পার্শ্ববর্তী নজাই মন্ডলের কৃষিজমিতেও অনুরূপ ভুমি ধস নেমেছে। এরপরেই শনিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের একাংশদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় আরো ভুমি ধস নামতে পারে বলে তারা আশা করছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের কর্তাদের জানানো হবে, বলে তারা দাবী করেছেন।