জাতীয় তপশিলি কমিশনের সহ-সভাপতি অরুন হালদার আজ নদিয়ারভাজন ঘাট পরিদর্শনে আসেন।

0
212

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় তপশিলি কমিশনের সহ-সভাপতি অরুন হালদার আজ নদিয়ারভাজন ঘাটে অকুস্থল পরিদর্শন করেন। নকুল হালদার কে যেখানে মৃত অবস্থায় যেখানে নদীর ধারে পাওয়া যায় সেখানে যান। সেখানকার মানুষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে চান সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে। পরে হাসখালির পিপুল বেড়িয়ায় মৃত নকুল হালদারের বাড়িতে যান।পরিবারের সদস্যের কথা বলেন। নকুল হালদারের অস্বাভাবিক মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছিল নকুলকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। কমিশনের পক্ষ থেকে তেদন্তে এসে অরুন হালদার জেলা প্রশাসনের আধিকারিকদের অনুপস্থিত থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় তপশিলি কমিশনের সহ-সভাপতি অরুন হালদার আজ নদিয়া সফরে আসেন। হাসখালি থানার পিপুল বেড়িয়া গ্রামে নকুল হালদারের বাড়িতে যায় বেলা ১২টা নাগাদ । এর পর যাওয়ার সময় রানাঘাট মহকুমা দশকের সভাগৃহে প্রশাসন সভা করেন। সভা শেষে সাংবাদিকের সাথে কথা বলে কলকাতায় ফেরেন