পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঝাড়গ্রামে গড় শালবনিতে মন্ত্রী বীরবাহা হাসদার কনভয়ের উপর হামলার নেপথ্যে BJP র যোগের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্টেডিয়ামে তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তিনি বলেন মণিপুরের মত আদিবাসী ও কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে বিজেপির এটা রণকৌশল, পাশাপাশি তিনি আরো অভিযোগ তোলেন এই লড়াই লাগানোর জন্য প্রচুর টাকা দেওয়া হচ্ছে। তবে বীরভার উপর যে ঘটনা ঘটেছে তার পূর্ণ তদন্ত হবে, অন্যদিকে সাংগঠনিক বিষয় নিয়ে বিধায়কদের করা মন্তব্য করেন, তিনি বলেন সবাইকে সম্মিলিতভাবে সংগঠনকে আরো জোরদার করতে হবে, পাশাপাশি সিপিএমকেও নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শালবনীতে আগে কি ছিল জিন্দাল কারখানা তো আমি উদ্বোধন করে গেছি, সিপিএম তো শুধু জমি দিয়ে খালাস, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যেই জমিগুলো জিন্দাল কোন ব্যবহার করতে পারেনি, সেই জমিগুলো আবার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিন্তাল কর্তৃপক্ষ, তবে আগামী দিনে সেইখানে আবার নতুন শিল্প করার ভাবনা নেওয়া হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঝাড়গ্রামে বীরবাহা হাসদার কনভয়ের উপর হামলার নেপথ্যে BJP র যোগ, শালবনী থেকে...