আগামী ২৯ মে সোমবার নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

0
188

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- এনজেপি থেকে গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেন চালু হলেও স্টপেজ নেই নিউ কোচবিহার স্টেশনে। অবিলম্বে এই বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে সেই দাবিতে নিউ কোচবিহার স্টেশনে বিক্ষোভ দেখান তৃমমূল কংগ্রেস। তার কয়েকদিন যেতে না যেতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিল রেল কর্তৃপক্ষ। আগামী ২৯ মে সোমবার নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে।

এদিন সাংবাদিক বৈঠকে করে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, ইতিমধ্যে আপনারা জানেন নিউ কুচবিহার থেকে গুয়াহাটি তৃণমূল কংগ্রেসের তরফে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। কারণ তাদের হাতে কোন ইসু নেই। তাদের বড় বড় নেতারা জেনে যাচ্ছে। যার ফলে তারা সেদিন লাফালাফি করেছে। আমি কলকাতা যাওয়ার পরে ট্রেনেই শুনতে পারি বন্ধ ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে দাঁড়াবে না। সোনা মাত্র আমি সঙ্গে সঙ্গে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিষয়টি জানাই। আমার সামনেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে ফোন করে বিষয়টা জানান তারপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আমাকে আশ্বস্ত করেন যে নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ হবে। বাংলায় এই নিয়ে দুটি বন্ধে ভারত এক্সপ্রেস চালু হবে। তার শুভ সূচনা হবে আগামী কাল সোমবার। সেই বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি শুভ সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আশা করি কোচবিহারের মানুষের যে দাবি রয়েছে সেই দাবীকে মান্যতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব,দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কে কোচবিহার জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বন্ধ ভারত এক্সপ্রেস যখন চালু হয়েছে তখন তৃণমূলের এই প্রথম বিরোধিতা করেছেন। এবং পাথর ছুড়েছে। বন্দে ভারতের মতো এত সুন্দর তাদের পছন্দ হয়নি। প্রধানমন্ত্রী যেভাবে মানুষের জন্য সবকা সাথ সবকা বিকাশ নিয়ে উন্নয়ন করেছে তা তাদের পছন্দ হচ্ছে না। সেই কারণে বন্ধে ভারত এক্সপ্রেস বারবার আক্রান্ত হয়েছে। আজকে যখন এনজেপি থেকে গৌহাটি পর্যন্ত ট্রেন চালু হচ্ছে। সেই সময় তৃণমূল কংগ্রেস বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের দাবি করেছে। আমরা আশা করবো নিউ কোচবিহার থেকে একটি স্পিরিট ট্রেন হাওড়া বা শিয়ালদহ পর্যন্ত চালানো যায়। তারজন্য ইতিপূর্বে আমরা কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ১১ জন বিজেপি বিধায়ক মিলে ডি আর এমের সঙ্গে দেখা করে ১৩-১৪ দফা দাবি জানাই। তিনি আমাদের আশ্বস্ত করেন। পরে সেই কপি আমাদের আলিপুরদুয়ারের মন্ত্রী জন বার্লা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাঠিয়েছি। আমরা আশা করছি আগামী দিনে নিউ কোচবিহারে পিট লাইন তৈরি করা হলে এখন থেকে একটি স্পিরিট ট্রেন চালু হবে। আমরা দাবি জানিয়েছি, ওই ট্রেনের নাম “মদন মোহন এক্সপ্রেস” দিয়ে নিউ কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত চালু করার জন্য।