নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-সিপিআইএম এর জনজোয়ারে তৃনমূলে এমন ভাটা পড়েছে যে সমুদ্রের তলার বালি পর্যন্ত দেখা যাচ্ছে’জনসংযোগ যাত্রায় এসে তৃনমূলের দুর্নীতির খতিয়ান তুলে ধরে কড়া ভাষায় তৃনমূলকে দুর্নীতির তীরে তীর বিদ্ধ করলেন বাম নেতা সেখ খলিল।জানা যায়,সারা রাজ্য জুড়ে তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে গণ সাক্ষর ও জনসংযোগ যাত্রা শুরু করেছে সিপিআইএম।রবিবার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামে গণ সাক্ষর ও জনসংযোগ যাত্রায় নামেন সিপিআইএম এর নেতা কর্মীরা।হাতে দলীয় পতাকা ও তৃনমূলের দুর্নীতির খতিয়ান নিয়ে মাঠ থেকে ঘাট,মুচি থেকে মেথর,রাস্তায় বরফ বিক্রেতা থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই গিয়ে তারা গণ সাক্ষর করেন।জন সংযোগ যাত্রায় এলাকার মানুষের উচ্ছাস পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বাক্সে পড়বে বলে জানান বাম নেতা কর্মীরা।তৃনমূলকে রাজ্য থেকে উৎখাত করতে সাধারণত ভোটারই যথেষ্ট বলে দাবি সিপিআইএম এর।এদিন জন সংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন বাম নেতা সেখ খলিল ও আসমাউল হক সহ স্থানীয় বাম নেতৃত্বরা।
বাম নেতা সেখ খলিল বলেন,সামনে পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলকে ধরাশায়ী করবে সিপিআইএম।চাকরি চুরি ও দুর্নীতির দায়ে তৃনমূলের নেতা মন্ত্রীরা আজ জেল খাটছে। যোগ্য প্রার্থীরা চাকরির জন্য কলকাতায় ধরনা দিয়েছে,অপরদিকে অযোগ্যরা চাকরি হারিয়ে কান্নাকাটি শুরু করেছে।পঞ্চায়েত ভোটে তৃনমূল ১৫-২০ শতাংশ ভোট পাবে না।তাই তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে গণ সাক্ষর সংগ্রহ ও জন সংযোগ অভিযান।এক কোটি গণ সাক্ষর সংগ্রহ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠাবেন বলে জানান।
এই ব্যাপারে তৃনমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।