নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জয়ন্তী এবং হাতিপোতা থেকে নতুন দুটি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের প্রত্যন্ত এলাকা জয়ন্তী এবং হাতিপোতা। মুলত চা বলয় বেস্টিত ঐ এলাকা গুলি থেক শিলিগুড়ি, আলিপুরদুয়ার শহর বা কোচবিহারে যাতায়াতের সময় কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের। দীর্ঘদিনের দাবি ছিল সরকারিভাবে যাত্রীবাহী বাস চলাচলের। সেই দাবিকে মান্যতা দিয়ে সোমবার দুপুরে জয়ন্তী এবং হাতিপোতা রুটে দুটি বাস চলাচল শুরু করল NBSTC. এদিনের এই কর্মসূচিতে ফিতে কেটে সবুজ পতাকা নাড়িয়ে বাস চলাচলের শুভ আরম্ভ করা হয়৷ উপস্থিত ছিলেন NBSTC চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতির শিলা দাস সরকার , উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, সমাজসেবী প্রকাশ চিক বাড়াক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নতুন বাস পেয়ে খুশি জয়ন্তী এবং হাতিপোতার মানুষেরা ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার জয়ন্তী এবং হাতিপোতা থেকে নতুন দুটি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন...