জলের অপচয় রুখতে আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো একটি সংস্থা।

0
256

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  জলের অপচয় রুখতে আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো একটি সংস্থা। রাজ্য সরকার “জল ধরো জল ভরো” প্রকল্পের যে উদ্যোগ নিয়েছে, তাকে সামনে রেখেই বৃষ্টির জল সংরক্ষণ করা এবং জলের অপচয় বন্ধ করার নিয়ে সোমবার একটি রেলি করা হয় বামনগোলা ব্লকের ডাকাত পুকুর সহ পাঁচটি গ্রামে।এদিন মিশন লাইফ ফোর এনভায়রনমেন্টাল নামক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নেহরু যুব কেন্দ্র ও নমামী গঙ্গের সহযোগিতায় বামনগোলা ব্লকের ডাকাত পুকুর সহ পাঁচটি গ্রামে পরিবেশ সচেততামূলক প্রচার চালানো হয়। গ্রামবাসীরা রেলি, নাটক, পুকুর পরিষ্কারের মাধ্যমে প্রচার চালান। কৃষকেরা চাষের ক্ষেত্রে প্রযুক্তিগত জল ব্যবহার না করার ফলে জলের অপচয় বেশি হচ্ছে। তাই যে সমস্ত কৃষক চাষবাসের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের জলের ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। কৃষি ক্ষেত্র ছাড়াও কলকারখানায় জলের অপচয় বহুল পরিমাণে হয়ে থাকে। কারখানার কালি, ময়লা ও অন্যান্য বর্জ্য পদার্থ নালার মাধ্যমে সরাসরি নদী, পুকুর বা খাল-বিলে এসে পড়ে । ফলে সেখানকার জল দূষিত হয়ে যায় এবং তা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে । 
তাই ডাকাত পুকুর স্টুডেন্ট স্পোর্টস ক্লাব ও মহাপ্রভু মহিলা সংঘ-এর সহযোগিতায় সচেতনতামূলক প্রচার চালানো হয়।জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা । এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্বেও মানুষ সচেতন হচ্ছে না । সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে । প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ ও পাটের থলে ব্যবহার করার জন্য প্রচার চালানো হচ্ছে।