কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বুড়িরহাটের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের হামলায় ঘটনায় গ্রেপ্তার হয় দুই পক্ষের বেশ কয়েকজন নেতা কর্মী। তাদের মধ্যে কিছুদিন আগেই মুক্তি পায় শাসকদলের নেতা কর্মীরা। বাকি ২১ জন বিজেপি কর্মী মুক্তি পায় রবিবার রাতে। আজ কোচবিহার জেলা সংশোধনাগার থেকে সামনে ভিড় করে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। বুড়িরহাট কাণ্ডে আজ জেলা সংশোধনাগার থেকে ২১ জনের মধ্যে নয় জন মুক্তি পায়। বাকি ১২ দিনহাটা থেকে মুক্তি পায়। এদিন জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপি কর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন, জেলা বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী, মহিলা সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ আরও অনেকে।
এদিন এবিষয়ে মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানান,, তৃণমূল ভেবেছিল আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের জেলে আটকে রাখবে। কিন্তু লাভ নেই। যারা রাজ্য টাকে চুরি করে তছনছ করেছে। তারা বর্তমানে জেলে রয়েছে। আর আমাদের কর্মীরা জেল থেকে ছাড়া পাচ্ছে। আমরা আজ তাদের ফুলের মালা পরিয়ে সম্মানের সাথে জেল থেকে বের করে নিয়ে এলাম। বুড়ির হাটে ঘটনায় আমাদের ২১ জন নেতা কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। প্রায় তিন মাস পর বেরিয়ে এলো। কোচবিহার থেকে ৯ জন এবং ১২ জন দিনহাটা জেল থেকে ছাড়া পেল বলে জানান বিজেপি বিধায়ক সুশীল বর্মন।