পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নগুরীয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী,এই নদীর পাড়ে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে ছোটো ছোটো বনভূমি। এই বনভূমিতে বসবাস করে বন্যপশু সহ বন্য পাখী। গত ইং ২৫ শে মে সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় কিছু অসাধু ব্যক্তি এই জঙ্গলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ । সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় নদীর ধারে বেড়ে ওঠা বনাঞ্চল। এবং এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। আমরা এই সোশ্যাল মিডিয়ার পোষ্ট দেখে জেলা বনবিভাগের আধীকারিক ও কোলাঘাট বিট হাউস থানার অফিসার দের সঙ্গে নিয়ে ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা ঐ এলাকা পরিদর্শন করেন এবং গ্রাম বাসীদের সচেতন করেন যাতে এই ধরনের ঘটনা যেনো আর না ঘটে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বন্যপ্রাণীদের রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে কোলাঘাটের নগুরিয়া গ্রামে সচেতন বনবিভাগ ও...