বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে টিবি রোগীদের হাইপ্রোটিন যুক্ত খাদ্য এবং কুষ্ঠ রোগীকে হুইল চেয়ার প্রদান।

0
142

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বেলকাশ পঞ্চায়েতের উদ্যোগে দু:স্থদের হাইপ্রোটিন খাবার দেওয়া হলো। এছাড়াও প্রতিবন্ধীকে হুহিলচেয়ার দেওয়া হয়। জানা যায়, বেলকাশ পঞ্চায়েত এলাকার থাকা টিবি রোগীদের চিহ্নিত করে এই হাইপ্রোটিন খাবার দেওয়া হচ্ছে। বর্ধমান উত্তর মহাকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, আমি বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন কে সাধুবাদ জানাবো এইরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। আমাদের সরকারের তরফ থেকেও দুয়ারে সরকার ক্যাম্পে এইরকম এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বর্ধমান এক নম্বর ব্লকের যে পঞ্চায়েতগুলি রয়েছে তারা হয়তো বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগকে দেখে এইরকম কর্মসূচিতে এগিয়ে আসবে।বেলকাশ পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন জানান, পঞ্চায়েত থেকে দু:স্থদের ৬ মাস হাইপ্রোটিন খাবার দেওয়া হবে। এদিনের খাবার ও হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে হাজির বর্ধমান এক ব্লকের বিডিও অভিরুপ ভট্টাচার্য ও বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস । এদিন বর্ধমান এক ব্লকের বিডিও অভিরুপ ভট্টাচার্য জানান, বেলকাশ পঞ্চায়েতের তরফে থেকে এলাকার মোট ৩১ জনকে হাইপ্রোটিন ৬মাস দেওয়া হবে। এছাড়া ১জনকে হুইল চেয়ার দেওয়া হয়।