আইসিডিএস কর্মীর সচেতনতায় বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পেল শিশু।

0
292

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিভিন্ন কারনে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে বারবার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এইরকমই ছবি আমরা দেখেছি বহুবার। তবে এবার দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। আইসিডিএস কর্মীর সচেতনতায় বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পেল একটি দু বছরের শিশু।
প্রতিদিনের মতো আজ মঙ্গলবার শিশু ও শিশুর মায়েদের খাবার দেওয়ার আগে সেই খাবার এবং খাবার নিতে আসা টিফিন বক্স পরীক্ষা করছিলেন, পূর্ব বর্ধমান জেলার,খণ্ডঘোষ ব্লকের, আরিন শিশু আলোয়ের কর্মী চৈতালী দাস। টিফিন বক্স পরীক্ষা করতে গিয়েই তিনি দেখেন একটি দু বছরের শিশুর জন্য খাবার নিতে আসা টিফিন বক্সে পড়ে আছে বিভিন্ন পোকা মাকড় পড়ে আছে টিকটিকির পায়খানা ও আরশোলার পায়খানা।
যেটা থেকে অনায়াসে বিষক্রিয়া হতে পারতো ঐ শিশুটির।
এবং বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করতো আইসিডিএস কর্মী ও সহায়িকার দায়িত্ববোধের উপর। গত কয়েকদিন আগে খন্ডঘোষ ব্লকের একটি আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি বের হওয়ার অভিযোগ ওঠে। তবে সচেতন থাকার জন্য তার পুনরাবৃত্তি আর হতে দেননি আইসিডিএস কর্মী চৈতালী দাস। তিনি সমস্ত মায়েদের সচেতন হওয়ার পাশাপাশি সমস্ত আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সচেতন হওয়ার কথা বললে।