আমরা পাগলা রাজার দেশে বসবাস করছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি।

0
194

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমরা পাগলা রাজার দেশে বসবাস করছি নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিজেপির পাল্টা প্রতিবাদী জনসভায় যোগদান করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই কটাক্ষ করলেন নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি। উল্লেখ্য গত কয়েকদিন আগে নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত মেলের মাঠের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিহত বিজেপি কর্মী বিপ্লব শিকদারের স্মরণ সভার আয়োজন করা হয়, সেই স্মরণ সভা থেকে রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তুলেধনা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও শান্তিপুরের তৃণমূল নেতৃত্বের উপর আঙুল তোলেন তিনি। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষের তৃণমূলের উপর এই আক্রমণ অনেকটাই অস্বস্তিতে ছিল শান্তিপুরের তৃণমূল নেতৃত্ব। তাই এদিন বিকেলে মেলের মাঠের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাল্টা প্রতিবাদী জনসভার আয়োজন করে তৃণমূল। উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, শান্তিপুরের তৃণমূল বিধায়কিশোর গোস্বামী সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। জনসভা থেকে কেন্দ্রের শাসক দলকে তুলোধোনা করতে ছাড়লেন না তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুল। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাগলা রাজা বলে ব্যাখ্যা করলেন। তার দাবি নতুন সংসদ ভবন তৈরি করতে লেগেছে হাজার হাজার কোটি টাকা, যেখানে এ রাজ্যে ১০০ দিনের কাজের টাকা দিতে পারছে না কেন্দ্র, পেট্রোল এবং ডিজেল অগ্নি মূল্য, সেখানে সাধারণ মানুষের টাকায় নতুন সংসদ ভবন তৈরি করেছে, তাও আবার দেশের প্রধান রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ না জানিয়ে, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। যদিও নিহত বিজেপি কর্মীর স্মরণ সভাই এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তারও পাল্টা জবাব দিতে ছাড়লেন না জেলা সভাপতি। তিনি বলেন যে সময় বিজেপি কর্মী খুন হয়েছিল সেই সময় শান্তিপুরের বিধায়ক ছিল অরিন্দম ভট্টাচার্য। আজ সেই অরিন্দমিই বিজেপিতে যোগদান করেছে, আর নিজেদের দোষ তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে দিলীপ ঘোষ। অন্যদিকে প্রতিবাদী জনসভা থেকে তৃণমূল নেতৃত্বের হুংকার, এখন থেকে বিজেপি যেখানে যেখানে জনসভা করবে তার পাল্টা জনসভা করবে তৃণমূল। কারণ বিজেপিকে বুঝিয়ে দিতে হবে নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাই লড়াই করার ক্ষমতা রাখে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।