নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত সোমবার রাতে নদিয়ার ধানতলা থানার কুলগাছিতে গরু চুরির ঘটনায় সন্দেহজনক অভিযুক্তের বাবাকে গ্রামবাসীরা আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে। ধানতলা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসতে গেলে গ্রামবাসীদের সাথে অশান্তির সৃষ্টি হয়। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। অভিযোগ পুলিশের গাড়ি চাপা পড়ে তিন গ্রামবাসী আহত হন।
পুলিশের গাড়ির চাপায় এক কিশোরের মৃত্যু হয়।
ঘটনায় মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে গতকাল ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশের গাড়ির চালককে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। পুলিশের চালকের নাম তাপস পাল। বাড়ি ধানতলা থানার আড়ংঘাটা যুগলপাড়ায়। ধৃতের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, পিষে দেওয়া, আঘাত ও অনিচ্ছাকৃত খুনের মামলার রুজু করে পুলিশ (279/337/338/304A IPC)। ধৃত চালককে আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ।