নেপাল থেকে ৯ টি স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে এলো ১৩ যুবক, নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলে দেশের নাম উজ্জ্বল করলো কোচবিহার।

0
1429

মনিরুল হক, কোচবিহার: নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় নেপালের ঝাপাতে। সেই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের নাম উজ্জ্বল করে ৯টি স্বর্ণ সহ ২১টি পদক নিয়ে দেশে ফিরলেন কোচবিহারে ১৩ খেলোয়াড়। সেখানে মূলত দুটি ইভেন্ট হয়। একটি হলো কাতা ও অপরটি হলো কুমেদ। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান রাহুল ক্যারাটে একাডেমী কর্ণধর রাহুল হরিজন।

এদিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেন,সাতটি দেশকে নিয়ে নেপালে অনুষ্ঠিত হয় নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেই খেলায় কোচবিহার থেকে অংশগ্রহণ করার জন্য ১৪ জন খেলোয়াড় কে নিয়ে নেপালের উদ্দেশ্যে পাড়ি দেওয়া হয় গত ২৬ তারিখ। সেই খেলা শুরু হয় ২৮ ও ২৯ তারিখে। সেখানে ১৪ জনের মধ্যে একজন খেলোয়াড় অসুস্থ হলে বাকি ১৩ জন খেলোয়াড় দুটি ইভেন্টে অংশ গ্রহণ করেন। দুটি ইভেন্টে তারা মোট ২১টি পদক লাভ করেন। পদক গুলির মধ্যে নয়টি স্বর্ণপদক বারোটি ব্রঞ্চ ও দুইটি সিলভার পদক জয় করেন তারা। ওই খেলোয়াড়দের দীর্ঘ ৩ বছর ধরে প্র্যাকটিস করা হচ্ছে। তারা দিনে তিন ঘন্টা থেকে চার ঘন্টা প্র্যাকটিস করে। যারা নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইভেন্টে অংশগ্রহণ করেন ৬ থেকে ১৪ বছর বয়সের খেলোয়াড়রা।

তিনি আরও বলেন, নেপাল দেশের ঝাপিতে ওই খেলায় অংশ গ্রহণ করেন সাতটি দেশ। ওই দেশ গুলি হলো ভারত,পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, নেপাল। নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কোচবিহার জেলার ১৩ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। মূলত দুটি ক্যাটাগরিতে খেলোয়াড়রা অংশ নেয়। এই দুটি খেলায় অংশগ্রহণ করে ১৩ জনের মধ্যে ৯ জন গোল্ড,১২ জন ব্রোঞ্জ এবং দুটো সিলভার মেডেল পাওয়া। সেখানে ওই খেলায় দ্বিতীয় স্থান পায় তারা। এর আগেও তারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কেউ সেখানে খেলে এসেছেন এবং ভালো ফলাফল করেছিল। এবার নেপালে ভালো ফলাফল করেছে। আগামীতে কোচবিহার জেলা যে সমস্ত খেলোয়াড় রয়েছে তারা যেন অলিম্পিকে অংশ গ্রহণ করতে পারে সেই আশা রাখছি।

এদিন এবিষয়ে দুটি স্বর্ণ পদক প্রাপ্ত সুজিত শর্মা নামে এক খেলোয়াড় জানান, আমি দীর্ঘ পাঁচ বছর ধরে অনুশীলন করছি। তারপর দুই মাস ধরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গত ২৬ তারিখ নেপালে খেলতে যাই। সেখানে ৭ টি দেশের খেলোয়াড় অংশ গ্রহণ করেন। সেই খেলোয়াড়দের সাথে লড়াই করে দেশের নাম উজ্জ্বল করে দুটি স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে আসি। সাত দেশের মধ্যে ভারত দ্বিতীয় হয়। সেই সময় আমাদের খুব ভালো লাগছে। আমি নিজে দুটি ইভেন্টে দুইটি স্বর্ণ পদক পাই। আমার ইচ্ছা আগামী দিনে যেন অলিম্পিকে খেলতে চাই।