বকেয়া ডিএ প্রদান সহ ৪ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ ও জেলা শাসককে স্মারকলিপি প্রদান করলো সংগ্রামী যৌথ মঞ্চ।

0
134

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া প্রদান সহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ডি এম অফিসের স্মারক লিপি প্রদান করলো সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন তারা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। সেখান থেকে কয়েকজনের প্রতিনিধি গিয়ে জেলা শাসককে স্মারকলিপি দেন।

তাদের দাবি গুলি হলো,বিগত ১০ মার্চ ধর্মঘটের দুদিন পূর্বে নোটিশ দেওয়া সত্বেও বিধি অনুযায়ী কোন আলোচনা না করে একতরফা ভাবে জারি করা চাকরিচ্ছেদ ও বেতন কাটা আদেশ নেওয়া প্রত্যাহার সহ ধর্মঘটে অংশগ্রহণকারী কর্মচারী সহ অন্যান্য প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার করতে হবে এবং স্বস্থানে ফিরিয়ে আনতে হবে, কেন্দ্রীয় সরকার এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারগুলি দ্বারা অনুসৃত প্রথা অনুযায়ী সারা ভারত ভোগ্যপণ্যমূল্য সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ এবং সেই অনুযায়ী বছরে দুবার মহার্ঘ ভাতা প্রদানে স্থায়ী আদেশ নামা প্রকাশ, সমস্ত সরকারি দপ্তর সরকার পরিচালিত বা সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠানের অনুমোদিত ও শূন্য পদে স্বচ্ছ তালিকা প্রকাশ এবং স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে সমস্ত শুন্যপথ পূরণে ব্যবস্থা গ্রহণ এবং সরকারি দপ্তর সহ সরকারি পোষিত প্রতিষ্ঠান সমূহে সব ধরনের চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মচারীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করণ করা। আগামি দিনে এই দাবিগুলো মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।