বকেয়া সমস্ত ডিএ প্রদান সহ চার দফা দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের।

0
122

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ শহীদ মিনারে অবস্থান বিক্ষোভের ১২৫ তম দিনে সকল সদরে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন এর কর্মসূচি নেওয়া হয়। Derailment এর নামে অনৈতিক বদলির প্রতিবাদে ও টিফিনের সময় ব্যতীত অন্য কোনো কাজ করা যাবে না এই সরকারি কালানীতির প্রতিবাদ সহ বকেয়া সমস্ত ডিএ প্রদান, সমস্ত সরকারী শূন্যপদে স্থায়ী ও স্বচ্ছপদে নিয়োগ সহ মোট চারদফা দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে আছড়ে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ। আজ নিজেদের দাবীর সমর্থনে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা বাঁকুড়ার তামলীবাঁধে জমায়েত করেন। পরে সেখান থেকে নিজেদের দাবীর সমর্থনে বাজার পরিক্রমা করেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। পরে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দাবী পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।