হলদিয়ায় নবমী গঙ্গে প্রকল্পের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো হলদিয়ার টাউন শিপে কৃষ্ণা অর্জুন ঘাটে।

0
452

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় নবমী গঙ্গে প্রকল্পের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো হলদিয়ার টাউন শিপে কৃষ্ণা অর্জুন ঘাটে। হলদিয়ায় হলদি নদীর তীরে অনুষ্ঠিত হল “ক্লিন গঙ্গা সেভ গঙ্গা” ।নদী বাঁচানোর লক্ষ্যে নদী তীরবর্তী এলাকা গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে লাগলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং প্রশাসনিক কর্মকর্তারা। জেলা গঙ্গা কমিটির উদ্যোগে নবমী গঙ্গে প্রকল্পের গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সচেতনতার বার্তা তুলে ধরলেন ।উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও কোয়ান্থাম সুধীর ,তমলুকের মহাকুমা শাসক,অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে সহ অন্যান্য ব্যক্তিবর্গ । পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নদী তার আপন সৌন্দর্য হারানোর সঙ্গে সঙ্গে এসব প্রাণী উদ্ভিদের আবাসস্থল বিলুপ্ত হচ্ছে। তাই নদীকে রক্ষার উদ্দেশ্যে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। নদীর তীরবর্তী জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সিগনেচার করে অঙ্গীকারবদ্ধ হয় । এই উপলক্ষে একটি ম্যারাথন রেস করা হয় ।
বাইট অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে ।