আবদুল হাই, বাঁকুড়াঃ জেলার ওন্দা ব্লকের চন্দ্রকোনা গ্রামে বসবাস করে এক পিতৃহারা কন্যা, সবার মত তারও স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী টাকাতে পড়াশোনা চালিয়ে যাবে কিন্তু তার স্কুল ভুল তথ্য দিয়ে কন্যাশ্রী আইডি রেজিস্ট্রেশন করানোর কারণে কন্যাশ্রী টাকা পাওয়া থেকে বঞ্চিত ওই অসহায় ছাত্রী।
বারবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেও কোন কাজ হয়নি, ভুল সংশোধনের জন্য গিয়েছে বিভিন্ন দপ্তরে কিন্তু কোন সূরা হয়নি আজও ফলে উদিত স্বপ্ন অস্তমিত হয়েছে অংকুরেই ।
অথচ ভুল ছাত্রীর ছিল না, ছিল না কোন গোপনীয়তাও অথচ তার মত অসহায় মেয়ের ক্ষেত্রেই ঘটেছে এমন নিষ্ঠুর পরিহাস। দায়িত্বজ্ঞানহীন স্কুল কর্তৃপক্ষ এবং কন্যাশ্রী ডাটা লোড আনলোড করার শিক্ষক বা অশিক্ষক কর্মী যাদের ভুলে মাশুল গুনতে হচ্ছে ঐ ছোট মেয়ে টিকে।
বাঁকুড়ার থেকে আব্দুল হাই এর রিপোর্ট