নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে গাছতলায় হাতপাখা এবং ছাতা হাতে গ্রামবাসীরা! ঘুম না হওয়া চোখে মায়েরা বাচ্চাকোলে হাতপাখা নিয়ে গাছ তলায় ঘুরে বেরাচ্ছেন। অকাশ ফাঁটা রদ্রু এবং গরমে নাজেহাল পরিস্থিতি, তার উপর তিন চার দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম। গরমে বাচ্চা থেকে বুরো অসুস্থের পথে অনেকেই। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পাঁকরিগুড়ি নামাপাড়া এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন কারণ ওই এলাকার ট্রান্সফর্মারটি বিকল হয়ে পরে আছে। যার ফলে পাঁচশতকের উপর বাড়ির মানুষ দের তীব্র গরমে বিদ্যুৎ ছাড়াই দিন কাটাতে হচ্ছে। অভিযোগ, বারবার জানানোর পরেও বিদ্যুৎ দপ্তর সমস্যার স্থায়ী সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছে না। গ্রামবাসীরা জানিয়েছেন, তারা গরমে রাতে ঘুমোতে পারেন না, গ্রামের বাচ্চারা লেখাপড়া করতে পারে না , অসুস্থ ব্যক্তিদের জীবন আরো কষ্টদায়ক হয়ে উঠেছে তীব্র গরমে বিদ্যুৎ না থাকার কারণে।গ্রামবাসীদের দাবি পাকরিগুড়ি নামাপাড়া এলাকায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বসাতে হবে অথবা অত্যাধুনিক শক্তি সম্পূর্ণ ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ কষ্ট থেকে গ্রামকে মুক্তি দিতে হবে। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কামাখ্যাগুড়ি স্টেশন ম্যানেজার জিতেন্দ্র কুমার সাহা জানান, ‘খুব দ্রুত নতুন টান্সফর্মার লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।’
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে গাছতলায় হাতপাখা এবং ছাতা হাতে গ্রামবাসীরা!